সিয়াম আহমেদের নতুন ছবি ‘জংলি’-র আরও একটি লুক প্রকাশিত হয়েছে। রোববার দুপুরে সিয়াম নিজের ফেসবুক পেজে নতুন লুক পোস্ট করেন, যেখানে তাকে ছিমছাম ও স্টাইলিশভাবে দেখা যাচ্ছে। এর আগে, লুকের প্রথম প্রকাশে সিয়ামকে দেখা গিয়েছিল গোঁফ-দাড়ি ও উষ্কখুষ্ক চুলে, যা তাঁর চরিত্রের একটি ভিন্ন দিক তুলে ধরেছিল। সিয়াম ফেসবুকে লিখেছেন, ‘আমি আছি “জনি”র সাথে। “জংলি”র সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার “জনি”র সাথে পরিচিত হওয়ার পালা।’
‘জংলি’ ছবির শুটিং শুরু হয়েছিল ২০২৪ সালের শুরুর দিকে, এবং ছবিটি এম রাহিম পরিচালনা করছেন। সিয়ামের অভিনয় করা চরিত্রটি একটি দ্বৈত চরিত্র, যা ছবির নতুন লুক প্রকাশের মাধ্যমে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। পরিচালক এম রাহিম জানিয়েছেন, ছবিটি মুক্তির জন্য সঠিক সময় ও মান নিশ্চিত করতে তারা পুরোপুরি কাজ করেছেন। ‘জংলি’ একটি অ্যাকশন, রোমান্স এবং পারিবারিক গল্পের মিশ্রণ, যা দর্শকদের মুগ্ধ করবে বলে তিনি বিশ্বাস করেন।
সিয়াম, বুবলী, এবং দীঘি ছাড়াও ‘জংলি’ ছবিতে আরও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান এবং অন্যান্য তারকা। সিয়াম এই ছবির চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন এবং তিনি জানিয়েছেন, এই চরিত্রটি তাঁর জীবনে বিশেষ স্থান নিয়েছে। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।